মোঃ আশেকউল্লাহ ফারুকী, টেকনাফ :

টেকনাফ শীলখালী রেঞ্জের বনবীট কর্মকর্তা স্থানীয় বনদস্যুকর্তৃক প্রহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,  ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া জাহাজপুরা গর্জনবাগান প্লটের বৃক্ষ নিধনের খবর পেয়ে শীলখালী রেঞ্জের বনবীট কর্মকর্তা মোঃ মামুনসহ কয়েক জন বন প্রহরী নিধনকৃত বৃক্ষের রদ্ধাটি উদ্ধার করতে গেলে, জাহাজপুরার ছৈয়দ আমীর আলীর পুত্র বনদস্যু মোঃ উল্লাহ প্রকাশ মাহদুল্লাহসহ ০৮/১০ জন অঘাত নামা ব্যক্তি তার উপর তেড়ে আসে। এক পর্যায়ে বীট কর্মকর্তা বনদস্যুকর্তৃক প্রহৃত হয়। পরে তাকে টেকনাফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উক্ত বীট কর্মকর্তা নিজে বাদী হয়ে মোঃ উল্লাহ প্রকাশ মাহদুল্লাকে প্রধান আসামী করে ০৮/১০ জন অঘাত নামার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করে।