সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সোসাইটি আয়োজিত মানব বন্ধনে বক্তারা বলেছেন, আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর পরিচালিত মিয়ানমার সরকারের নৃশংস গণহত্যা ও আমানুষিক নির্যাতন বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। যে গণহত্যা থেকে নারী-শিশু, আবাল-বৃদ্ধ বনিতা কেউই রেহাই পাচ্ছে না। মায়ানমার সরকার আরাকান রাজ্যকে রোহিঙ্গা শূন্য করতে চায়। এ ঘৃণ্য-ভয়ংকর পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘ, ওআইসি, আসিয়ানসহ বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। রোহিঙ্গাদের জান-মাল রক্ষায় আরাকান রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করতে হবে। তদুপরি বাংলাদেশ সরকারকে বলিষ্ঠ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ পূর্বক উদ্বাস্তু সমস্যা সমাধানে বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক দিক বিবেচনা করে এদেশে আশ্রয় দেয়ায় মানবন্ধন থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। উদ্ভুত পরিস্থিতির কারণে প্রয়োজনে মায়ানমারের সাথে কূটনৈতিক ও সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার আহবান জানান বক্তারা।
৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় কক্সবাজার পৌরসভা চত্বরে কক্সবাজারের স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠন কক্সবাজার সোসাইটির উদ্যোগে মিয়ানমারের আরাকান রাজ্যে মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর নৃশংস গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিশাল মানবন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
মানবন্ধন ও সমাবেশে সকল ধর্ম ও শ্রেণী-পেশার মানুষ দল-মত নির্বিশেষে স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন এবং আরাকানে গণহত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ড. মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন ধর্ম ও শ্রেণী-পেশার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার বদিউল আলম, কক্সবাজার পিপল্স ফোরামের সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, জয়বাংলা-৭১ এর প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আলী, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব প্রজ্ঞানন্দ ভিক্ষু, ইঞ্জিনিয়ার কানন পাল, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব অধ্যাপক মকবুল আহমদ, রফিক আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন রহমান পিয়ারু, কমরেড সমীর পাল, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আব্দুল আলীম নোবেল, কক্সবাজার সোসাইটির সহ-সভাপতি প্রফেসর হাশেম উদ্দিন, এড. আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক কল্লোল দে চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক উজ্জ্বল কান্তি দে, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম, সংস্কৃতি বিষয়ক সনজিত ধর, প্রচার সম্পাদক আমীরুল ইসলাম মোঃ রাশেদ, আপ্যায়ন সম্পাদক নুর মোহাম্মদ, উশু গ্র্যান্ড মাষ্টার ডি.এম. রুস্তম, অধ্যাপক আসাদুল ইসলাম, জাসদ নেতা (আম্বিয়া) এ.কে ফরিদ আহমদ, সঙ্গীত শিল্পী গোলাম মোর্শেদ, সাংবাদিক মোর্শেদুর রহমান খোকন প্রমুখ।
মিয়ানমারে বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে সোচ্চার হতে হবে
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।