সিবিএন:

কক্সবাজার সমুদ্র সৈকতকে হকারমুক্ত করতে অভিযানে শুরু হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমীর নেতৃত্বে মঙ্গলবার অভিযান পরিচালিত হয়।

অভিযানে অপ্রাপ্ত বয়স্ক ৫জন হকার আটক করা হয়।

তাদের কাছ থেকে জব্দ করা হয় পানি, চিপস, ডাব,কলা, ঝালমুড়ি, ঝিনুকের মালা।

পরে আটক হকারদের মুচলেকায় তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।

একই দিন সমিতিপাড়া সংলগ্ন সৈকত থেকে প্রায় ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধংস করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, কক্সবাজার সমুদ্র সৈকতকে হকারমুক্ত করতে অভিযানে নেমেছে ট্যুরিস্ট পুলিশ। প্রথম দিনের অভিযানে জব্দকৃত অবৈধ মালামাল উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ধ্বংস করা হয়।