ইমরান হোসাইন, পেকুয়া:
প্রতিবেশী দেশ মিয়ানমারের রোহিঙ্গাদের গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পেকুয়া উপজেলার সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার (৩১আগস্ট) বিকেলে পেকুয়া উপজেলা সদর চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, সাংবাদিক শেখ মোহাম্মদ হানিফ, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম দিদারুল করিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এস এম শাহাদাত হোছাইন, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনের পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পেকুয়া চৌমুহনী চত্ত্বর থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।