বলরাম দাশ অনুপম, কক্সবাজার :

ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল কালাম। মঙ্গলবার পুলিশ সদর দফতরের এআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। অদম্য সাহসি ও অক্লান্ত পরিশ্রমী পুলিশ কর্মকর্তা আবুল কালাম ২০০৯ সালে সাব-ইন্সপেক্টর পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। যোগদানের পর চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সাহসিকতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে কক্সবাজার জেলার প্রথম হিসেবে সদর মডেল থানায় যোগদান করেন। এখানে দীর্ঘ ২ বছরের কাছাকাছি সময় দায়িত্ব পালন করে মঙ্গলবার ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। কক্সবাজার সদর মডেল থানায় দায়িত্বপালনকালীন মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, হত্যা মামলার ক্লু উদঘাটন, বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেপ্তারসহ নানা কার্যক্রমের কারণে গত মার্চ মাসে আবুল কালাম চট্টগ্রাম রেঞ্জের সেরা পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন।