সংবাদদাতা:
কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সংবাদকর্মীসহ দুই জন আহত হয়েছেন। ব্যাটারী চালিত অটোরিক্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে এঘটনা ঘটে।
জানাযায় দৈনিক কক্সবাজারবাণী নিজস্ব প্রতিনিধি এবিএম জমির ও বিজ্ঞাপন ম্যানেজার রুস্তম মিয়া কাইছার মোটর সাইকেল যোগে অফিসের প্রয়োজনীয় কাজে কলাতলী থেকে অফিসে ফেরার পথে সুগন্ধা এলাকায় মোটর সাইকেল ও টমমের মুখোমুখি সংঘর্ষে হয়েছেন। পথচারীরা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান অনবিজ্ঞ আনাড়ি ব্যটারী চালিত অটোরিক্স চালকদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে এ দূর্ঘটনা ঘটে। আহতরা সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।