জাকারিয়া আলফাজ,টেকনাফ :

টেকনাফে সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ কালে ১৪১ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি ও পুলিশ। রবিবার ভোর রাত হতে সোমবার ভোররাত পর্যন্ত সময়ে হোয়াইক্যং ও উনছিপ্রাং সীমান্ত এলাকা থেকে এসব রোহিঙ্গাদের আটক করা হয়। এদের মধ্যে ৭ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। পরে স্ব স্ব সীমান্ত দিয়ে আটক রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি’র টেকনাফস্থ ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তে দিন-রাত নিñিদ্র টহল জোরদার করেছে বজিবি। এরপরও কোনভাবেই মিয়ানমার নাগরিকরা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সে ব্যাপারে সর্তক নজরদারি রাখা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি কোস্ট গার্ড এবং পুলিশও কাজ করে যাচ্ছে।

এদিকে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহির উদ্দিন খান বলেন, রবিবার রাতের বিভিন্ন সময়ে ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের ৬ জন মিয়ানমারের মংডুর কুয়ারখালীর এবং ১ জন নাছিডং এলাকার। আটক রোহিঙ্গাদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়।