আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় এক যুবককে পিটিয়ে জখম করেছে ইউপি সদস্য। এনিয়ে মেম্বারের বিরুদ্ধে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। গত ২৬ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকঘাট ষ্টেশন এলাকায় ঘটেছে এ ঘটনা।

অভিযোগে জানাগেছে, লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট ষ্টেশন এলাকায় শনিবার বিকাল ৫টার দিকে ষ্টেশনের বেকারী দোকানের কর্মচারী ইয়াছিন ইয়াবা ট্যাবলেট-মাদক সেবন করছিলেন। ওই সময় বিষয়টি স্থানীয় ৬নং ওয়ার্ড চরপাড়া গ্রামের আক্তার আহমদের পুত্র মো: তৌহিদ (২২) লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারকে অবহিত করেন। চেয়ারম্যান তাৎক্ষনিকভাবে চৌকিদার পাঠিয়ে মাদক সেবনকারী ইয়াছিনকে বাধা প্রদান করেন। এবিষয়ে ক্ষিপ্ত হলে সন্ধ্যায় চেয়ারম্যানের কার্যালয়ে শালিসী বৈঠক হয়। কিন্তু বিচার শেষে ফেরার পথে বেকারী মালিকের পরোচনায় স্থানীয় ৬নং ওয়ার্ড এমইউপি চৌধুরী কবিরকে ম্যানেজ করে। ওই সময় চৌধুরী কবিরের নেতৃত্বে মাদক সেবনে বাধা দেওয়া যুবক তৌহিদকে আটকিয়ে লোহার রড ও হাতুড়ী দিয়ে পিঠিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত জখম করে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।