জাহাঙ্গীর আলম , টেকনাফ :

মিয়ানমার আরকান রাজ্য থেকে পালিয়ে আসা ১৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।আটক রোহিঙ্গাদেরকে বিজিবির কাছে হস্তান্তর এসব রোহিঙ্গাদেরকে মিয়ানমারে পুশব্যাক দিয়েছে হোয়াইক্যং বিওপির বিজিবির সদস্যরা।গত কিছুদিন আগে মিয়ানমারে আল-ইয়াকিন নামক একটি রোহিঙ্গা সংগঠনের সাথে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনির সাথে ব্যাপক সংঘর্ষ হওয়ার ফলে আবারো মিয়ানমারে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে ফলে তারা নিজেদের প্রাণ বাচাঁনো জন্য যে যেভাবে পারছে পালিয়ে বেড়াচ্ছে।ফলে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতেছে।২৬ আগষ্ট ভোর রাতে হোয়াইক্যং পুলিশের আইসি এসআই মহির খানে নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা নারী,শিশু ও পুরষের ১৭ জনের একটি দলকে হাইওয়ে সড়ক থেকে আটক করে।পরেআটক রোহিঙ্গাদেরকে রাতেই হোয়াইক্যং বিওপি ক্যাম্পে হস্তান্তর করে বিজিবি সদস্যরা তাদেরকে রাতেই মিয়ানমারে পুশব্যাক করে দেয়।হোয়াইক্যং পুলিশ ফাড়িঁ আইসি, এসআই মহির খান জানান,রোহিঙ্গা অনুপ্রবেশ টেকাতে আমরা কাজ করে যাচ্ছি এবং বিজির পক্ষে থেকে জানা যায় সীমান্তে যতষ্ট নিরাপত্তা জোরদার রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমরা সব সময় প্রস্তুত।