প্রেস বিজ্ঞপ্তি :

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ শিকক্ষ সমিতি কক্সবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার মডেল হাই স্কুল মিলনায়তনে ২২ আগস্ট সকাল ১১ টা হতে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা বলেন দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে শিক্ষকদের সামাজিত মর্যাদা রক্ষায় চাকরির নিরাপত্তা বিধানে এবং আর্থিক সচ্চলতার প্রয়োজনে বেসরকারী শিক্ষকদের চাকরী জাতীয় করণ করা জরুরী। এছাড়া আগামী দিনের মানবিন মুল্যবোধ সম্পন্ন দেশ ও জাতি গঠনে মানসম্মত শিক্ষা প্রয়োজন। আর সেটা করতে হলে শিক্ষকদের মধ্যে সরকারি বেসরকারী বেতন বৈষম্যদূর করতে হবে। এ সময় শিক্ষক নেতৃবৃন্ধ দেশের কল্যাণে কাজ করা এবং শিক্ষকদের যুক্তিসংঘতদাবী আদায়ে সব ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনবাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মোঃ সেলিম ভ্ইুয়া, কক্সবাজার শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব মোঃজাকির হোসেন, সম্মেলনরে উদ্বোধন করেন শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব এম,এ সফা চৌধুরী, ত্রি-বার্ষিক সম্মেলন সঞ্চালন করেন সম্মেলন প্রস্তুতি কমিঠির সদস্য সচিব রামু জারাইল তলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, এতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি জেলা শাখার উপদেস্টা এএমএম শাহজাহান, আলহাজ জসিম উদ্দিন মাহমুদ, বাকশিস সহকারী মহাসচিব অধ্যক্ষ আবদু রহমান, ফরিদপুর জেলা সভাপতি প্রিন্সিপাল সেলিম মিয়া, কক্সবাজার মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক কেএম রমজানআলী, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহসভাপতি গোলাম রহমান, যুগ্ন সচিব সাইফুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা সচিব বাবু কমল কান্তি ভৌমিক, মহানগর শাখার সাংস্কৃতিক সচিব এসএম আক্কাস উদ্দিন,ব্রজ গোপাল ঘোষ, ্আফসার উদ্দিন,এমএ মনজুর, মোঃ জহিরুল ইসলাম, আবুল হাসেম ,রফিকুল ইসলাম, খুরশীদ জান্নাত, নুরুল আমীন হেলালী, পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে সকলের মতামতের ভিত্তিতে হোয়াইকং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরীকে সভাপতি এবং রামু জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবরকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য নতুন কমিঠি গঠন করা হয়।