প্রেস বিজ্ঞপ্তি  :

গতকাল ২১ আগস্ট ২০১৭ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ এর একটি টহল দল স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার জাফর ঈমাম সজিব, এর নেতৃত্বে টেকনাফ এর কেরুনতলী খাল নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যনুযায়ী খালের পাশ দিয়ে দুইজন লোককে দুইটি বস্তা কাধে নিয়ে যেতে দেখে সন্দেহ হলে তাদেরকে থামতে বললে তারা দৌড়ে পালানোর চেষ্টাকরে। তখন কোস্টগার্ড সদস্যরা বোট নিয়ে খালের কিনারায় এসে তাদেরকে তাড়া করে। এক পর্যায়ে আবস্থা বেগতিক দেখে লোকদুটি কাধের বস্তাদুটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাদুটি তল্লাশী করে ২০০ ক্যান আন্দমান গোল্ড বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য প্রায় (১,০০,০০০/০০) টাকা এক লক্ষ মাত্র। জব্দকৃত বিয়ার যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।