হাফিজুল ইসলাম চৌধুরী :
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা ছাত্রলীগের সদস্য হাস্যেজ্জ্বল, পরিচ্ছন্ন এবং ত্যাগী ছাত্র নেতা- হোসাইন মাহমুদ রিফাতের নামাজে জানাজা
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত ৯ টায় সুদূর আমেরিকা থেকে বিমানযোগে তাঁর মা খতিজা বেগম
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ সকালে তিনি রামুতে পৌঁছবেন। সকাল নয়টায় রিফাতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘর থেকে আবারও নিজ বাড়িতে আনা হবে। এদিকে রিফাতের মৃত্যুতে পুরো রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্রীয় রাজনৈতিকবৃন্দদের কাছে তাঁর মৃত্যুর এ খবর পৌঁছে গেছে। শোকবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কক্সবাজার জেলা’ রামু উপজেলাসহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগসহ সহযোগী
সংগঠনগুলো। এছাড়াও জনপ্রতিনিধি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ব্যবসায়িক নেতৃবৃন্দও শোক জানিয়েছেন।

হোসাইন মাহমুদ রিফাতের মৃত্যুতে প্রিন্ট মিডিয়াসহ অনলাইন পত্রিকায় জোরালোভাবে সংবাদ প্রকাশিত হচ্ছে এবং তার বন্ধু-বান্ধব, দলীয় নেতাকর্মী,
শুভাকাঙ্খী, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে শোক প্রকাশসহ তার কর্মময় জীবন নিয়ে বিভিন্ন স্মৃতি তুলে ধরছেন।