হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফ উপজেলায় অনুষ্টিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যানজট নিরসনে শীঘ্রই বাস টার্মিনাল চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৭ আগস্ট দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিকের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন, মিস তাহেরা আক্তার মিলি, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর আহমদ আনোয়ারী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দিন, সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার শামসুল আলম কুতুবী, উপজেলা উপজেলা শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আফছার উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসার, পরিবার পরিকল্পনা অফিসার শ্রুতি পূর্ণ চাকমা, ওসিএলএসডি শাহেদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসের সিএস মোঃ মঞ্জুর আলম, পানি উন্নয়ন বোর্ডের এসও মিজানুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহীদুল ইসলাম।
সভায় যানজট নিরসনে শীঘ্রই বাস টার্মিনাল চালু, ২০ আগস্ট থেকে ৩ দিন ব্যাপী কৃষি মেলা, মাস ব্যাপী ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ, প্রাতিষ্টানিক পোনা বিতরণ, নতুন অর্থবছরের বরাদ্দপ্রাপ্ত এডিপির খাতওয়ারী বিভাজন, এলজিইডি সড়কে ভয়াবহ ভাঙ্গণ, হালনাগাদের কাগজপত্রে জালিয়াতি, হোয়াইক্যং এফডব্লিউসির বাউন্ডারী দেয়াল নির্মাণ, শিওর ক্যাশের মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ, খাদ্য গুদামে স্থান স্বল্পতা, নতুন খাদ্য গুদাম নির্মাণ করার প্রস্তাব, বেআইনী খাদ্য মজুদ, সেন্টমার্টিনের দুঃখ খ্যাত ইনানী খালে স্লুইচ গেইট স্থাপন, শামলাপুর বাজারে জলাবদ্ধতা, বাহারছড়া ভুমি অফিসে যাতায়ত রাস্তা নির্মাণ, হাসপাতালে সেবা কমিটির সভা না করা, সেপ্টেম্বরে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরণ শুরু ইত্যাদি বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আফছার উদ্দিন টেকনাফ নাইট্যংপাড়াস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ জানান টেকনাফের যানজট নিরসনে শীঘ্রই বাস টার্মিনাল চালু করার ব্যবস্থা করা হচ্ছে। সকল যাত্রীবাহী বাস টার্মিনালে স্থানান্তর করা হবে। এজন্য জরুরী ভিত্তিতে উপজেলা পরিষদের ফান্ড থেকে অর্থ ব্যয় করে প্রয়োজনীয় সংখ্যক কাউন্টার, যাত্রীদের জন্য টয়লেট নির্মাণ করা হবে।
টেকনাফ সদর, হ্নীলা ও সাবরাং ইউপি চেয়ারম্যান, টেকনাফ পৌর মেয়র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও), জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সভায় উপস্থিত ছিলেননা।