প্রেস বিজ্ঞপ্তি:
হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ কর্তৃক ৯ই আগষ্ট ঝসরষব ঞৎধরহ এর সহায়তায় হোপ হাসপাতালে ঠোটকাটা ও তালুকাটা রোগীদের বিনা মুল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে ১৩ জন ঠোট কাটা রোগীর অপারেশন করা হয়। উক্ত ক্যাম্পে ঝসরষব ঞৎধরহ এর বিশিষ্ট সার্জন জনাব বিজয় কৃঞ্চ দাশ এর নেতুত্বে ৪ জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল অপরেশন কার্যক্রম পরিচালনা করেন। হোপ ফাউন্ডেশন প্রতিবৎসরই অন্তত ৩/৪টি ঠোটকাটা ও তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের বিনা মুল্যে অপরেশন চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। উল্লেখ্য হোপ ফাউন্ডেশন ১৯৯৯ সাল থেকে কক্্রবাজারের বৃহৎ অঞ্চলে গরীব রোগীদের বিনামূল্যে ও কম মূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। হোপ ফাউন্ডেশন মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবার এক বিরল চিকিৎসা সেবা নিশ্চিত করছে। এই হাসপাতালের চিকিৎসা সেবা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, এই ধরণের ক্যাম্প প্রতি ৩/৪ মাস অন্তর অন্তর আয়োজন করা হয়ে থাকে।
হোপ ফাউন্ডেশন’র বিনামূল্যে ঠোঁট কাটা রোগীর অপারেশন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।