জাহেদুল ইসলাম, লোহাগাড়া:

লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর রশিদী(৭৫) আজ ১০ আগষ্ট সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

একইদিন বাদ আছর লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের স্বজন ছাত্রনেতা রিহান পারভেজ চৌধুরী জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর রশিদীর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।