প্রেসবিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকীর, কক্সবাজার জেলা আওয়ামীলীগ কর্তৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার কার্যনির্বাহী সংসদের এক বিশেষ জরুরী সভা জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারকে হত্যা করে বাঙ্গালী জাতির উপর কালিমা লেপন করে। এই খুনী স্বাধীনতা বিরোধী চক্র আজ আবার নতুন করে শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সকল সৈনিককে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং এই শোককে শক্তিতে পরিণত করে আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। সভায় ইতিমধ্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগ কর্তৃক গৃহিত মাসব্যাপী কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন-অধ্যাপিকা এথিন রাখাইন, এড. আমজাদ হোসেন, এড. বদিউল আলম, রেজাউল করিম, এড. রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী মেয়র, এস.এম. কামাল, এইচ. কে আনোয়ার, এড. আয়াছুর রহমান, আদিল উদ্দিন চৌধুরী, অধ্যাপক চন্দন শর্মা, এ.টি.এম. জিয়া উদ্দিন জিয়া, এড. তাপস রক্ষিত, মকছুদ মিয়া মেয়র, খোরশেদ কুতুবী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এম.এ. মঞ্জুর, আবু তাহের আজাদ, ড. নুরুল আবছার, উম্মে কুলসুম মিনু, এড. রউফ, গিয়াস উদ্দিন চৌধুরী, বদরুল হাসান মিলকি, মিজানুর রহমান প্রমুখ।