ইমরান হোসাইন ,পেকুয়া :

পেকুয়ায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সুইচ গেইট দখল বেদখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্রাম পুলিশ সদস্য, কলেজ ছাত্রী ও নারী সহ উভয় পক্ষের ৪জন আহত হয়েছে।

শুক্রবার (৪আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বোর্ডিং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই এলাকার মঞ্জুর আলমের পুত্র ও মগনামা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মোস্তাফা কামাল কালু, অলি আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), তার মেয়ে ও পেকুয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফিয়া ওয়াসিমা (১৮), আনোয়ার হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২২)।

আহত মনোয়ারা বেগমের দেবর জিয়াউর রহমান বলেন, একই এলাকার চিহ্নিত অস্ত্রধারী দুর্বৃত্ত কালু, জোনাব আলীর ছেলে মঞ্জুর আলম, তার পুত্র কাইছার আলম, কাশেম আলীর পুত্র মানিক মাঝি ও নুর মোঃ মিয়া রাতের আধারে আমাদের বসত ঘরে ঢুকে পরিবারের নারী সদস্যদের উপর হামলা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, চেপ্টাখালী সুইচ গেইট দখলকে কেন্দ্র করে দু’পক্ষই সংঘর্ষে জড়ায়। এব্যাপারে পেকুয়া থানায় জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।