বিশেষ প্রতিনিধি :
চকরিয়া উপজেলায় ইয়াবা রাজ্যের টপ সম্রাট খুটাখালীর তৈয়বের বেপরুয়ায় ধ্বংসের পথে স্থানীয় যুব সমাজ। যুবলীগের নাম ব্যবহার করে এই স্বঘোষিত নেতা ইয়াবার বিষাক্ত ছোবল দিয়ে যাচ্ছে খুটাখালী সহ সর্বত্র। এতে করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মান চরমভাবে ক্ষুন্ন হচ্ছে বলে জানায় স্থানীয় সচেতন মহল। খবর নিয়ে জানাযায় খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড মেধাকচ্ছপিয়া এলাকার কালা চাঁন মিয়া হাজীর পুত্র আবু তৈয়ব প্রায় ৭-৮ বছর ধরে চালিয়ে যাচ্ছে এই অবৈধ ইয়াবা ব্যাবসার কার্যক্রম। রাজনৈতিক প্রভাব খাটিয়ে খুটাখালী বাজারে ওপেন সিক্রেট ভাবে চালিয়ে যাওয়া এই ইয়াবা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না কেউ। অপরদিকে তার স্ত্রী শাকেরা বেগমও নিজ বাসায় প্রতিনিয়ত ইয়াবা আদান-প্রদান করে যাচ্ছে।
এদিকে পুলিশ প্রশাসন বিষয়টি জেনেও না জানার ভান করায় গত ১৩ জুন স্থানীয় আওয়ামীলীগের প্রত্যায়ন পত্র সহকারে দুর্নীতি বিরোধী বিভিন্ন সংস্থাকে অভিযোগ দায়ের করেন খুটাখালী ইউনিয়নের একাধিক জন যুবকের অভিভাবক। পরে তারা গুপনীয় ভাবে যাচাই পূর্বক ঘটনার সত্যতা পাওয়ায় গত ১৫জুন কক্সবাজার জেলা ও কেন্দ্রীয় সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থা বরাবরে যথাযথ ব্যবস্থা নিতে আবেদন প্রেরণ করেন।
অপরদিকে স্বঘোষিত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াবা পাচারক ও মাদক ব্যবসায়ী আবু তৈয়বের হাত থেকে পরিত্রান চায় শিক্ষার্থীদের অভিভাবক সহ স্থানীয় জনসাধারণ। অবৈধ ইয়াবা ব্যবসা বন্ধ করতঃ গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে এন.এস.আই, র্যাব-৭, ডি.জি.এফ.আই -এর হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। এদিকে আবু তৈয়ব নামের কেউ খুটাখালী যুবলীগে আছে কিনা জানতে চাইলে, অনুমোদিত কোন কমিটি এখনো পর্যন্ত ওই ইউনিয়নে নেই বলে জানায় চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।