জাগোনিউজ :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার দায়ের করা মামলায় খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে গ্রেফতার করা হয়েছে। তিনি খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডুমুরিয়া থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস সকালে বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের ছবি দিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে তার মানহানি করেছেন আব্দুল লতিফ। সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি সোমবার রাতে আব্দুল লতিফের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, এফসিডিআই প্রকল্পে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ কর্তৃক ডুমুরিয়ায় বিতরণকৃত ছাগল মরার নিউজ করে ফেসবুকে শেয়ার করেছিলেন আব্দুল লতিফ মোড়ল।