সিবিএন:

চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার চিহ্নিত মাদকসেবী ও জুয়াড়ী আবদুর রশিদ ওরফে পেটানকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

শনিবার রাতে চকরিযা থানা সেন্টারে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত পেটান স্থানীয় ফুলছড়ি শিয়াপাড়ার মৃত আলী আহমদের ছেলে।

সে কক্সবাজার সদর মডেল থানার জি,আর মামলা নং ৭৬১/১৭ এর এজাহারভুক্ত দুই নম্বর আসামী।

এছাড়াও জুয়াড়ী পেটানের নামে থানা ও আদালতে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে।

আবদুর রশিদ ওরফে পেটানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

তিনি জানান, আবদুর রশিদ ওরফে পেটান একটি মামলায় দীর্ঘ দিন পলাতক ছিল। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলায় ওয়ারেন্ট আছে কিনা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।