খালেদ হোসেন টাপু, রামু:
কক্সবাজারের রামুতে বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। উপজেলার বিভিন্ন কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাঠাচ্ছেন। চলমান বন্যায় ঘর বাড়িতে উঠেছে পানি, তলিয়ে গেছে কবলিত এলাকার মসজিদ মাদ্রাসা, মন্দির গির্জাসহ শিক্ষা প্রতিষ্টান, অসংখ্য পুকুর, চিড়িং ঘের, রাস্তাঘাট। এদিকে বন্যা কবলিত এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। এদিকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, প্লাবিত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা, বেড়িবাঁধ ভেঙ্গে অসংখ্য গ্রাম তলিয়ে যাওয়ায় মানুষের দূর্ভোগ চরম আকার ধারন করেছে। শতাধিক গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। উপজেলার বিভিন্নস্থানে অসংখ্যা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।
এদিকে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ত্রাণ বিতরণ করছেন। এই ত্রাণেও সংকট কাটছে না। বন্যাকবলিত এলাকায় অনেক মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছেনি। ইতিমধ্যে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।
বুধবার গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড়, রশিদ নগর, খুনিয়া পালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানি কমলেও ফতেখাঁরকুল, কাউয়ারখোপ, জোয়ারিয়ানালা, রাজারকুল, চাকমারকুল ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকা বন্যার পানি ডুবে রয়েছে।
এদিকে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রান সহায়তা অব্যাহত রেখেছেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি জানিয়েছেন, এখনো বন্যার পরিস্থিতি উন্নতি হয়নি। রামুর সবয়েকটি ইউনিয়নের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রশাসন বন্যা কবলিত মানুষের পাশে রয়েছেন। বানভাসী মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ২য় বারের এই ভয়াবহ বন্যায় রামুতে প্রায় লক্ষাধিক লাখ মানুষ পানিবন্দি হয়ে রয়েছেন। তিনি পানি বন্দি মানুষদের মাঝে চাউল, শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।