হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী টেকনাফ উপজেলা পরিষদ গেইট এলাকায় ২৫ জুলাই রাত ১টায় বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এ অভিযানে ইয়াবা চোরাচালানী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। জব্দকৃত ইয়াবা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পুর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন শেখ ফখরউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান ২৫ জুলাই আনুমানিক রাত ০০.৫০ ঘটিকায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উপজেলা গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশীর উদ্দেশ্যে থামার নির্দেশ দিলে লোকটি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ২২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।