ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
প্রবল বর্ষণে মহেশখালীতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে কাঁচা বাড়ীঘর ও ফসলি জমি। টানা ২দিনের ভারী বর্ষণে মহেশখালী উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়নে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। রাস্তা ঘাট ভেঙ্গে গিয়ে খন্ড খন্ড ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ২ দিন ধরে। পাহাড়ী ঢলের তোড়ে ছরার বাঁধ ভেঙ্গে গিয়ে ফসলী জমি ও বীজতলার ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, গত ২ দিন ধরে টানা বৃষ্টিতে উপজেলার পৌরসভা, কুতুবজোম, ঘটিভাংগা, ছোট মহেশখালী, বড় মহেশখালী শাপলাপুর, মাতারবাড়ী,হোয়ানক ও ধলঘাটার নিচু এলাকায় প্লাবিত হয়েছে। মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের মধ্যবর্তী স্থানে ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে পুরো মাতারবাড়ী ইউনিয়নের মানুষ।
হোয়ানক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল  জানান, পাহাড়ী ঢলে হোয়ানকের বড় ছড়ার দক্ষিন পাশে প্রধান সড়কে ভেঙ্গে গিয়ে ক্ষয় ক্ষতি হয়েছে। অনেক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘঠেছে বলে জানা গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।
ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান জানান- প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে ধলঘাটার কয়েকটি গ্রামের সড়কের উপর পানি ওঠে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
বর্ষার মৌসুমের ধানের বীজতলার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।