খালেদ হোসেন টাপু, রামু

রামু উপজেলাধীন রামুর হিমছড়িতে ঝরনা দেখতে গিয়ে পাহাড় ধসে সাবিবর আলম রিদোয়ান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। নিহত রিদুয়ান ঝর্নায় গোসল করছিলেন।

পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা গেছে শনিবার ২২ জুলাই বিকেল সাড়ে ৪ টার দিকে দরিয়ানগর সংলগ্ন রংধনু ঝর্না এলাকায় পাহাড় ধসে এ ঘটনা ঘটে। নিহত রিদোয়ান ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২ য় বর্ষের ছাত্র বলে জানা গেছে। তাদের বাড়ি ঢাকা উত্তরায় বলে সহপাঠি আহতরা জানিয়েছেন।

হিমছড়ি পুলিশ পাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কক্সবাজার ভ্রমনে আসছে এরা পাঁচ। তারা রংধনু ঝর্নায় গোসল করার সময় এ পাহাড় ধসে সাব্বির আলম এক পর্যটকের মৃত্যু হয় এবং আহত হয় ৩ জন। নিহত সাব্বির কে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।