নিজস্ব প্রতিবেদক: 

কক্সবাজারে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান। বৃহস্পতিবার বিকাল তিনটায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে এ অভিযান শুরু হয়। পাঁচ দিনে শহরের কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে পাঁচ শতাধিক নারকেল গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করা হবে।

‘একজন বন্ধু, দুটি গাছ’ এ শ্লোগানে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লুৎফান্নেছা।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সহকারী শিক্ষক মাসুদা মোর্শেদা, সোহেল ইকবাল, আব্দুর রহিম, মানিক চন্দ্র দে, বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য জেমিনা সাত্তার, ইনজামামুল হক, এহেসানুর রহমান, শাহেদুল হক, আনাস বিন আবছার, সাফকাত শাহরিয়ার, আশফাক শাহরিয়ার প্রমুখ।

প্রধান শিক্ষক লুৎফান্নেছা বলেন, প্রথম আলো প্রতিদিন নিত্যনতুন সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গণিত উৎসব, ভাষা উৎসব, বিতর্ক উৎসব, ইন্টরনেট উৎসব পালন করে আসছে। এখন পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপন কর্মসুচি পালন করছে বন্ধুসভার সদস্যরা। এর দেখাদেখি অন্যান্য সংগঠনেরও এগিয়ে আসািউচিত।

বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, প্রথম দিনে গতকাল কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৯ প্রজাতির ৭৩টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। কাল শনিবার কক্সবাজার সরকারি কলেজে শতাধিক ফলজ গাছের চারা রোপন করা হবে।