মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
টেকনাফে মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ। সে সদর ইউনিয়ণের রাজার ছড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে নুরুল আলম (২৭) । নিহত ব্যক্তি এক সন্তানের জনক ।
১৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নিজ বাড়ির আঙ্গিনায় সুপারী গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন।
নিহত নুরুল আলম ইয়াবাসক্ত ছিল বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, । ইয়াবা ত্যাগ করার জন্য তাকে প্রায় সময় চাপ প্রয়োগ করা হত। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায় নি।
১৭ জুলাই সোমবার রাতে এশার নামাজের কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি।
সকালে সুপারী গাছের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানকে অবহিত করে বাড়ির লোকজন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।