সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড শ্রমিকদলের ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে মোহাম্মদ ইউছুপ সভাপতি, মো. হাছান সাধারণ সম্পাদক ও মো. রবিউল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ জুলাই) বিকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি ঘোষিত হয়।
জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. কুতুব উদ্দিন এ কমিটির অনুমোদন দেন।
একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
কাউন্সিলর অধিবেশনের পূর্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না।
১২ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ ইউছুপের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. কুতুব উদ্দিন।
দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উদ্বোধন করেন পৌর শ্রমিকদলের সভাপতি এস্তাক আহমদ।
শহর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরাফত উল্লাহ বাবুল, শহর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোশারফ হোসেন, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন, হোটেল মোটেল আবাসিক শ্রমিকদলের সভাপতি মো. আলী, ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হুমায়ন কবির, শহর শ্রমিকদলের সহ-সভাপতি আব্দু শুক্কুর আজাদ, আব্দুল হালিম ভান্ডারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিস, সাংগঠনিক সম্পাদক মোঃ কালু, শ্রমিকদল নেতা নুরুল হোসেন প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।