জাহাঙ্গীর আলম, টেকনাফ:

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কর্মরত সাংবাদিকরা দৈনিক ইনানীর ব্যবস্থাপনা ও বার্তা সম্পাদক শফিউল্লাহ শফির রোগ মুক্তিতে দোয়া কামনা করেন। ১৪ জুলাই বিকালে হোয়াইক্যং প্রমিত প্লাজায় ২য় তলায় ৩নং রুমে হোয়াইক্যংয়ের কর্মরত সাংবাদিকদের অফিসে উক্ত দোয়া কামনা করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন হোয়াইক্যং জামে মসজিদের প্রধান খতিব হজরত মৌলানা নুরুল আমিন ফারুকি। এত উপস্থিত ছিলেন,টেকনাফ সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনানীর প্রতিনিধি মাহাফুজুর রহমান, দৈনিক আমাদের কক্সবাজার টেকনাফ উপজেলা স্টাফ রিপোটার জাহাঙ্গীর আলম, দৈনিক রূপালী সৈকতের টেকনাফ স্টাফ রির্পোটার মোঃ আবছার কবির আকাশ, দৈনিক কক্সবাজার৭১ পত্রিকার হোয়াইক্যং প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার হোয়াইক্যং প্রতিনিধি, শাহ মিজবাউল হক বাবলা, টেকনাফ উপজেলা ছাত্রলীগের গ্রন্তনা ও প্রকাশনা সম্পাদক ও সাইফুল ইসলাম সাকের সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গগণ। উপস্থিত সকলে সম্পাদক শফিউল্লাহ শফির রোগ মুক্তিতে দোয়া কামনা ও মোনাজাত করেন।