খালেদ হোসেন টাপু, রামু:

রামু উপজেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার ১৩ জুলাই উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিবিধ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। একই সাথে সারাদেশের মত রামু উপজেলায়ও উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করে তা একের পর এক বাস্তবায়ন করে চলেছে। তাই সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হলে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরো জোরদার করতে হবে।

তিনি আরো বলেন, সকল দপ্তরে কার্যক্রমের গতিশীল বাড়াতে হবে, মানুষ যাতে সেবা পায় সে লক্ষ্যে সবাইকে আরো আন্তরিক হতে হবে। এতে করে সরকারের সুনাম বৃদ্ধি পাবে। তবেই আমরা সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারব।

স্বাগত বক্তব্য রাখেন, নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, এলজিইডি প্রকৌশলী জাকির হাসান, রামু স্বাস্থ্য ও পঃ পঃ আবদুল মন্নান, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ রূপেন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার আনজুমান আরা, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, রাজারকুল চেয়ারম্যান মফিজুর রহমান, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, রামু বাবার বাগান ব্যবস্থাপক ওয়াহিদুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দিন মোঃ ইউসুফ, সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ প্রমুখ। সভায় বন্যায় উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।