সিবিএন:
চকরিয়ায় ডাকাতদের দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ বেলাল প্রকাশ লম্বা বেলাল (৪০) নামের ডাকাত দলের সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে চকরিয়া লামা সড়কের কুমারির বিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি দেশীয় তৈরী অস্ত্র, ৪ রাউন্ড র্কাতুজ এবং ৩ টি খালি খোসা উদ্ধার করেছে।
ডাকাত বেলাল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মৃত মোহাম্মদ আলী প্রকাশ জাফর আলমের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, অপহরণ সহ নানা অপরাধে ১৬ টি মামলা রয়েছে বলে জানান পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারি পুলিশ সুপার কাজি মতিউর রহমান জানান, ডাকাতদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদলের এক সদস্যের মৃতদেহ দেখতে পায়। পরে ওই মরদেহসহ ২ টি দেশীয় তৈরী অস্ত্র, ৪ রাউন্ড র্কাতুজ এবং ৩ টি খালি খোসা উদ্ধার করা হয়। নিহতের শরীরে গুলির চিহ্নের পাশাপাশি গলায় ধারালো ছুরির আঘাতও রয়েছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে পুলিশ জানায়।
চকরিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।