সিবিএন:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলার এসব আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-আবুল আজিম (৩৪), দেলোয়ার হোসেন (৪৯), আবুল কালাম (২৮), আয়াছুর রহমান (৪৫), মোঃ ইসমাইল (৫০), মোঃ ওমর ফারুক (২৮), মোঃ সালমান (২৪), মোঃ আবদুল্লাহ (২৮), আলী হাসান (৩০) ও মোঃ হাসান।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার জানান, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি রনজিত কুমার বড়ুয়া আরো জানান, থানার বিভিন্ন অফিসারদের সমন্বয়ে গঠিত টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।