নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে মোঃ গিয়াস উদ্দিন নামে কক্সবাজারের এক শারিরিক প্রতিবন্ধী যুবক। সোমবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের পর থেকে গিয়াসের পরিবারে চরম হতাশা নেমে এসেছে।
নিখোঁজের পারিবারিক সূত্র জানায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা খরুলিয়া এলাকার বাসিন্দা আবু বক্কর ছিদ্দিক ও সাজেদা বেগম দম্পতির মেঝো ছেলে গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার আনুমানিক বয়স ৩৫ বছর। এরিমধ্যে কয়েকবার বিশেষজ্ঞ ডাক্তারদ্বারা তাকে চিকিৎসা দেয়া হয়েছে। সর্বশেষ পরিবারের সদস্যরা ১০ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক ডাঃ শফিউল হাসানকে দেখাতে নিয়ে যায় তাকে। কিন্তু সোমবার বিকেলে ডাক্তারের সিরিয়ালের জন্য অপেক্ষারত অবস্থায় অসাবধানতাবশতঃ অজ্ঞাতস্থানে নিখোঁজ হয়ে যায় প্রতিবন্ধী গিয়াস উদ্দিন। এরপর থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এলাকাসহ সম্ভাব্য স্থানগুলোতে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
গিয়াসের সন্ধান পেলে মানবিকতার দিক বিবেচনা করে নিচের নাম্বারে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।
মোবাইল : ০১৮৫২-২০০৮৩২, ০১৬৩৬-৩০২৬৫২।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।