সংবাদদাতা
চকরিয়ার পার্শ্ববর্তী ইউনিয়ন ইসলামপুরে বসতী নির্মাণে দাবীকৃত চাঁদা না দেওয়ায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

১০জুলাই সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর ৭নং ওয়ার্ড বামনকাটা এলাকায় এঘটনা ঘটেছে।

অভিযোগে জানাগেছে, ইসলামপুর বামনকাটা গ্রামে মো: কালু পরিবার পরিজন নিয়ে বসবাস করার জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করছেন। কিন্তু একই এলাকার একটি চক্র তার পরিবারের কাছ থেকে সম্প্রতি সময় থেকে চাঁদা দাবী করে আসছেন।

দাবীকৃত চাঁদা না দেওয়ায় মো: কালুর পুত্র মো: দিদারুল ইসলাম (২৩) তার ভাইয়ের বিদেশ থেকে পাঠানো ৫০হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চাঁদা দাবীকারী হাবিব উল্লাহর পুত্র সেলিম উল্লাহ খোকন, হাবিব উল্লাহর পুত্র বেলাল উদ্দিন, সোহেল ও সালামের নেতৃত্বে তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে পিঠিয়ে গুরুতর জখম করে এবং ওই ৫০হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এমনকি দিদার একটি ঔষুধ কোম্পানীর চাকুরীরত ব্যাগটিও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে অনেক্ষণ ধস্তা-ধস্তি করে। তাকে বাঁচাতে মা জান্নাত আরা বেগম (৫০) ও ছোট ভাই সেফায়েত (১৫) এগিয়ে গেলে তাদেরকেও পিঠিয়ে জখম করে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও রয়েছে। এনিয়ে হামলার শিকার পরিবার মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানান।