হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী, ডাকাত ও উগ্রপন্থী রোহিঙ্গা সংগঠনের সহযোগী দোস মোহাম্মদকে নিয়ে আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও বুলেট উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান জানান ‘১০ জুলাই সোমবার ভোর রাতে টেকনাফ মডেল থানার এসআই আব্দুর রহিম রোহিঙ্গা সন্ত্রাসী, ডাকাত ও উগ্রপন্থী সংগঠনের সহযোগী দোস মোহাম্মদকে নিয়ে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পশ্চিমে পাহাড়ে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী বন্দুক এবং ২ রাউন্ড তাজা কার্তূজ উদ্ধার করে।
তিনি আরও জানান ৯ জুলাই দুপুরে টেকনাফ মডেল থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের ‘সি’ব্লকে অভিযান চালিয়ে ৮৩৭নং শেডের ১নং রুমের বাসিন্দা জমিল আহমদের পুত্র দোস মোহাম্মদ (৩৫)কে আটক করেছিল। তার এমআরসি নাম্বার ৪৫৯৫০। তিনি বিরুদ্ধে দুর্ধর্ষ সন্ত্রাসী, ডাকাতি, হত্যাসহ বহু মামলার আসামী এবং রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের অন্যতম সহযোগী বলে জানা গেছে। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে’।
টেকনাফে রোহিঙ্গা ডাকাতের আস্তানা থেকে অস্ত্র ও বুলেট উদ্ধার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।