শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের ঈদগাঁওর শীর্ষ ইয়াবা সম্রাট আবুল কালাম ওরফে ইয়াবা কালামকে অবশেষে আটক করেছে পুলিশ। এসময় তার দেহ থেকে শতাধিক পিস ইয়াবা ও উদ্ধার করা হয়। আটককৃত কালাম ইউনিয়নের উত্তর দরগাহ পাড়াস্থ ভা¹ুম্যা পাড়ার মৃত শহর মুল্লুকের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, ঐ দিন কালাম ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কলেজ গেইট এলাকায় অবস্থান করছিল এমন খবরে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান। এদিকে তার আটকের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন লোক চক্ষুর অন্তরালে ইয়াবা ব্যবসাসহ হরেক রকম অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল সে। প্রায়শঃ অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অবশেষে সে আটক হয়েছে। নাম প্রকাশে অনিচছুক এলাকার অনেকেই জানান, সে বিভিন্ন নেতার নাম ভাঙ্গিয়ে দিনরাত ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। আটকের খবরে এলাকাবাসী উল্লাসের পাশাপাশি পুলিশকেও ধন্যবাদ জানায়।