সংবাদ বিজ্ঞপ্তি
দেখতে দেখতে এক যুগ পার হয়ে গেলো রেক্টর হুজুরের ইন্তেকালের পর। আজ (৮ জুলাই ২০১৭ ইং) নিরবে নিবৃত্তে পালিত হল উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা আল্লামা মুহুজহের আহমদ প্রকাশ রেক্টর হুজুরের ১২ তম ইন্তেকাল বার্ষিকী।
২০০৫ সালের ৮জুলাই’র এই দিনে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুজহের আহমদ রেক্টর হুজুর ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেন।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। খতমে কুরআন, মিলাদ মাহফিল, ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ ছাড়াও বাদ আছর রুমালিয়াছরা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের ৪র্থ সন্তান এ এস এম ইলিয়াছ হুজুরের পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।