সিবিএন
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ছলা চিং রাখাইন (৫৫) নামের এক উপজাতি বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ছলা চিং রাখাইন কক্সবাজার শহরের বড় বাজার এলাকার রাখাইন পল্লীর বাসিন্দা।
কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, সৈকতে উপজাতী সম্প্রদায়ের বর্ষা উৎসব চলছিলো। ওই উৎসবে গিয়ে সমুদ্রে নেমে গোসল করার সময় স্রোতে ভেসে যান ছলা চিং।
তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।