রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। আচরণে নেই বড়ত্বের ভাব। চালচলনে নেই জৌলুসিপনা। জনসেবা-মানবসেবায় ছোট্ট নামটি এখন বেশ আলোচিত। নিজ যোগ্যতা বলে অনেক দূর এগিয়েছেন।
মানুষের জন্য রাত-দিন ঘুম নেই চোখে। বন্যার পানি থেকে গর্জনিয়া ব্রিজ রক্ষার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। নির্মাণ সামগ্রী নিয়ে মাঠে নেমে পড়েছেন নিজেই।
বাঁকখালীর করাল গ্রাস থেকে জনগণকে বাঁচাতে নিজেই শ্রমিক হিসেবে কাজ করছেন চেয়ারম্যান নজরুল। গত কয়েকদিন ধরে নিরলস কাজ করে চলেছেন। মানুষের টানে মায়া-মমতা ছেড়েছেন ঘরবাড়ীর। খাওয়া-দাওয়াও ব্রিজের পাশে। ঘুমও ওখানে।
সত্যিই এমন নেতা পাওয়া বড়ই দুস্কর। একেই বলে জননেতা। একেই বলে জন দরদি।
-ছবি এম. ইব্রাহিম খলিল মামুন। প্রতিবেদন ইমাম খাইর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।