হাশেম টাওয়ারের ঈদ বিক্রয় উৎসবের র‌্যাফেল ড্র

প্রকাশ: ৬ জুলাই, ২০১৭ ১১:০২ , আপডেট: ৬ জুলাই, ২০১৭ ১১:২৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


অতিথিদের কাছ থেকে দুই ভরি ওজনের স্বর্ণালংকার গ্রহণ করেন প্রথম পুরস্কার বিজয়ী সেলিনা আকতার (হলুদ ওড়না পরিহিত)।

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের পানবাজার সড়কস্থ অভিজাত মার্কেট হাশেম টাওয়ার দোকান মালিক সমিতি আয়োজিত ঈদ বিক্রয় উৎসবের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল মার্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। হাশেম টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল হক মুকুল, হাশেম টাওয়ারের মালিক ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক আ.জ.ম মঈন উদ্দিন, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সতিমির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক রফিক মাহমুদ।

উপস্থিত ছিলেন কক্সবাজার সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, ফিরোজা শফিং ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, হাশেম টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান, যুগ্ম-সম্পাদক রূপক ধর, ব্যবসায়ী নাসির উদ্দিন, রাশেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রকাশ্যে ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার (কুপন নং- ১১১৭৫) ২ ভরি ওজনের স্বর্ণালংকার, দ্বিতীয় পুরস্কার (কুপন নং-০১৫৫০৪), রেফ্রিজারেটর, তৃতীয় পুরস্কার (কুপন নং-৮৭৯০) ৩০ ইঞ্চি একটি এল.ই.ডি টেলিভিশনসহ মোট ১০১টি পুরস্কার দেয়া হয়।

ড্র বিজয়ী অন্যান্য কুপন নাম্বারসমূহ হলো- চতুর্থ পুরস্কার স্মার্টফোন বিজয়ী ৫ জন ৯৭৯২, ০২৬১, ১০৬৪৭, ১১১০৩, ১৫৭৩৭। ৫ম পুরস্কার ডিনারসেট বিজয়ী ৫ জন ৩৬২১, ৩০০৭, ৭০৯৫, ১৩৬২৯, ১৬৩৬৭। ৬ষ্ট পুরস্কার ব্লেন্ডারসেট বিজয়ী ৫ জন ১০৪৬২, ২৪১১, ১৬৫৯, ৯৩৬৯, ১৪৭৩২। ৭ম পুরস্কার বিজয়ী প্রেসার কুকার বিজয়ী ৩ জন ৬৩৮৮, ১৬১৭৭, ১৬০৯৮। ৮ম পুরস্কার বিজয়ী রাইস কুকার বিজয়ী ১০ জন ৮৫৬৯, ১০৯৩৬, ৭৭২২, ৬২৫৩, ৮৫৯, ১১৯৯৬, ৪৬৩২, ১১৬৪৬, ১২৪৪০, ৬৪৫৮। ৯ম পুরস্কার আইরন বিজয়ী ১০ জন ১৫১৯৬, ৩২৭৭, ৩৫৬৫, ১২১৬৭, ৫৩৯১, ৫৭১৭, ১৩৩৮৪, ১০৯৮৪, ৭০১৪, ১৫০৫।

দশম পুরস্কার ওয়ালঘড়ি প্রতিজনকে একটি করে।
বিজয়ীরা হলেন- ১৮৭২৮, ১৮৬৬৮, ১০৭০১, ১৪৭৭২, ৭৪৯০, ৫৯৫৭, ৬৬৮৯, ৫৪০৫, ১৩৮৫৬, ৭০০৫, ৪৬৪৫, ১৩৯৩৪, ১৪০৫৮, ১৬৯৬১, ৬৬০৮, ১৭৪২৮, ৬৪৩৬, ৩৮৮১, ৪৫১৪, ১৫০৩২, ৪৩৮৪, ১৬৩৮৮, ৯৫৭, ১৩৭৬৯, ৭৬৫৭, ১২৭৩৪, ১৮২৩৩, ২০৫৪, ১০০৫৮, ৭৫১৩, ১৭৯৬৫, ১১৫০৬, ৬৩২০, ১৮১৮৩, ১৪৪৮০। পুরস্কার বিজয়ীরা কুপনসহ সমিতির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে পুরস্কার নিয়ে যেতে পারবে বলে জানিয়েছে সভাপতি নুরুল আলম। তিনি মার্কেট মালিকপক্ষসহ ঈদ উৎসবে সহযোগিতাকারী ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এবারের রোজার ঈদে ৫০০ টাকার পন্য কিনলেই একটি কুপন ফ্রি দেয় হাশেম টাওয়ারের ব্যবসায়ীরা।