নিজস্ব প্রতিবেদক:
উখিয়ায় বন্যা আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী। তিনি বৃহম্পতিবার উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের বন্যা আক্রান্ত রুমখা বাজারপাড়া, চরপাড়া, চৌধুরী পাড়া, হাজী পাড়া, চৌকিদারপাড়া, তেলিপাড়া, কোলালপাড়া, বড়ুয়াপাড়া, জনাব আলী পাড়া, হজামপাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বন্যা আক্রান্তদের দুঃখ-দুর্দশার চিত্র ঘুরে ঘুরে দেখেন। একই সাথে আক্রান্তদের কষ্টের কথা শুনেন এবং তাদেরকে শান্ত¡না দেন। ত্রাণ বিতরণকালে তাঁর  সাথে ছিলেন  তাঁর  স্ত্রী জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল,  ভাতিজা কক্সবাজার নিউজডকম এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও  ছোট ছেলে ইবনুল আকিব চৌধুরী।