হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের বহুল আলোচিত সাংবাদিক হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও একজন পলাতক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ জসীম উদ্দীন (৩০) মমতাজ মিয়ার পুত্র। তিনি সাংবাদিক হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ১০নম্বর আসামী। যার মামলা নং ১২/১৭ দ্রুতবিচার আইনে ৪/৫ ধারা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি) মোঃ মাঈন উদ্দীন খান অভিযানের সত্যতা নিশ্চিৎ করে জানান গোপন সংবাদের ভিক্তিতে এসআই মোক্তার হোসেন ভূইয়া ও এসআই আব্দুর রহীমের নেতৃত্বে ফোর্স নিয়ে ৬ জুলাই বৃহস্পতিবার ভোররাত ৩টায় টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নাজির পাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত বছর কক্সবাজার কর্মরত একদল সাংবাদিক নোহাযোগে নাজিরপাড়া পেশাগত্ব দায়িত্ব পালন কালে হামলার শিকার হয়েছিল। গ্রেফতারকৃত আসামী মোঃ জসীম পুলিশী গ্রেফতার এড়িয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।