সিবিএন
প্রবল বর্ষণে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে ভেসে গিয়েছে কক্সবাজার সদরের ইসলামপুর জুমনগর এলাকার একটি লেয়ার ফার্মের অন্তত ১৫ লাখ টাকার মুরগি। নষ্ট হয়ে গেছে মুরগির ঘর। ক্ষতির শিকার ফার্মের মালিক ওই এলাকার আবু তাহের। সব মিলিয়ে ফার্মের ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা নতুন অফিসবাজার এলাকার ব্যবসায়ী মনছুর আলম জানান, দুপুরে নেমে আসা ঢলের পানিতে ফার্মের মুরগি ভেসে যায়। ক্ষতিগ্রস্ত হয় খামারটিও। তার পার্শবর্তী লোকজন ফার্মটি বাচাঁনোর অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারেনি।
এদিকে সম্বল হারিয়ে অনেকটা নির্বাক ওই ফার্মের মালিক আবু তাহের। তিনি অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় ইউপি সদস্য আবদুশ শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।