মোঃ শাহীন, টেকনাফ
টেকনাফে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবী ও আদম পাচারের দায়ে ৫ ব্যাক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
৫ জুলাই বুধবার বেলা ১১ টার দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভ’মি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহামেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকার মোঃ কবির আহম্মদের ছেলে মোঃ ইমরান(২৫)কে ৬ মাস, টেকনাফ পৌর এলাকার মৃত মোঃ হোসনের ছেলে কালা মিয়া(৫৮)কে ২ বছর সাজা প্রদান করা হয়।
এছাড়া আদম পাচারের দায়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার ইমাম হোসনের ছেলে মোঃ জকির হোসনকে(৩০), একই এলাকার মোছা মাঝির ছেলে ফারুক(১৮) ও টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার জাকারিয়ার ছেলে ইদ্রিস আলী (২২)কে ১৫ দিন করে সাজা প্রদান করা হয়। বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত আসামীদের একইদিন দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।