শাহেদ মিজান, সিবিএন:
উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের চৌধুরী পাড়ায় ঢলের পানিতে ভেসে গেছে উখিয়ার চৌধুরী পাড়ায় বন্যার পানিতে ভেসে গেছে ইতন বড়ুয়া (১৩) নামে এক কিশোর। সে রত্লাপালংয়ের মধ্যরত্না গ্রামের মৃত অমূল্য বড়ুয়ার পুত্র। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা। এই ঘটনায় ভেসে যাওয়া এক কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়ে স্থানীয়রা। বিভিন্নভাবে খোঁজ করেও নিখোঁজ ইতন বড়ুয়ার সন্ধান মেলেনি।
পরিবারের বরাত স্থানীয় সংবাদকর্মী পলাশ বড়ুয়া  সিবিএনকে জানান, চৌধুরী পাড়ায় বানের পানিতে ডুবে যাওয়া খালার বাড়ির খোঁজ-খবর নিতে বন্ধু একই এলাকার সুবল বড়–য়ার পুত্র অপু বড়ুয়া (১৩)সহ চৌধুরী পড়ায় যায় ইতন বড়ুয়া। যাওয়ার পথে চৌধুরী পাড়া ব্রীজ স্থানে বানের পানির স্রোতের কবলে পড়ে দু’বন্ধু ভেসে যায়। তবে তাৎক্ষণিক অপু বড়ুয়াকে উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয় উমেন বড়ুয়া নামে এক ব্যক্তি। পরে বিভিন্নভাবে সন্ধান করেও ইতন বড়ুয়াকে উদ্ধার করতে পারেনি।

হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, ‘পানিতে ভেসে গিয়ে কয়েকজন নিখোঁজের খবর জেনেছি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে  কিছুই এখনো বিস্তারিত জানতে পারিনি।’