হোবাইব সজিব
চকরিয়ার দরবেশকাটা উচ্চ বিদ্যালয় সংগল্গন বাঁধ উপচিয়ে উপকূলীয় এলাকা বদরখালীতে বানের পানি প্রবেশ করছে।

বুধবার সন্ধ্যা নাগাদ এলাকার করুন অবস্থা ধারণ করেছে। ডুবে রাস্তাঘাট।

বৃষ্টি অব্যাহত থাকলে বদরখালী পুরো এলাকা অথৈজলের পানিতে ডুবে যাবে বলে জানিয়েছেন সচেতন লোকজন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দরবেশকাটা এলাকার সড়কের বাঁধ টপকিয়ে নজিরবিহীন পানি প্রবেশ করতেছে বদরখালী।

দরবেশকাটা উচ্চবিদ্যালয় সামনের সড়ক পানিতে ডুবে আছে।

ভারী বর্ষণে পানিতে তলিয়ে গেছে চকরিয়ার বিভিন্ন এলাকা। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৩ লক্ষাধিক মানুষ। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের পানিতে চকরিয়ার বাসিন্দাদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এব্যাপারে চকরিয়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবুল কালামের সু-দৃষ্টি কামনা করেছেন বন্যা কবলিত লোকজন।