এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর জালালাবাদ রাবারড্যাম পয়েন্টে প্রচন্ড বৃষ্টিপাত আর ঢলের পানিতে ভাঙ্গনকৃত বেড়িবাঁধ মঙ্গলবার দুপুরের দিকে পরিদর্শন করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান।

এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাহ্ পৌরসভা বাস্তবায়নের আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার এবং জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে ইউপি সদস্য আরমান উদ্দিন, সাইফুল হক, মোফাচ্ছেল, সেলিম উদ্দিন, মোক্তার ও ওসমান সরওয়ার ডিপো পরিদর্শনে আসা নেতৃবৃন্দদেরকে ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।

তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান- তাঁর এলাকায় দ্রুততম সময়ে ত্রাণ সরবরাহের জোর দাবী জানান। বর্তমানে ৪/৫ হাজার মানুষ পানি বন্দি বলেও জানান।

অন্যদিকে একই দিন বিকেলে রাবারড্যাম ভাঙ্গন আর ভোমরিয়াঘোনা পানিবন্দি এলাকা পরিদর্শন করেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তাঁর সাথে ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

অপরদিকে জালালাবাদ ইউনিয়নে বন্যা কবলিত অসহায় ও পানিবন্দি লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজার নেতৃত্বে নেতাকর্মীরা। এসময় অসহায় লোকজন ত্রাণ পেয়ে মহা খুশিতে উৎফুল্ল হয়।

এদিকে বৃহত্তর ঈদগাঁওতে প্রচন্ড বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে পানি বন্দি হওয়া ঘরবাড়ি ও অসহায় লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী প্রেরণ করার আহবান জানান পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দরা।