এস. এম. তারেক :
শিশুদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধিতে মূল্যবান অবদান রাখছে এনজিও কোডেকের রিডিং প্রকল্প। ইউ.এস.এইড এবং সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যশনাল এর আর্থিক ও কারিগরী সহায়তায় এনজিও সংস্থা কোডেক এর (রিড) রিডিং এ্যানহেন্সমেন্ট ফর এ্যাডভান্সিং ডেভেলপমেন্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে সদর উপজেলার ৩৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীরাই কেবল এ প্রকল্পের আওতাভূক্ত বলে জানা গেছে। বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলা বিষয়ক সহকারি শিক্ষকগনকে রিডিং ইন্সট্র্যাকশন পরির্বতন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মনোরম পরিবেশে শিখন শেখানো কার্যক্রম চালিয়ে নেয়ার লক্ষ্যে বিদ্যালয়সমুহের শ্রেণি কক্ষগুলো প্রিন্ট রিচ এর মাধ্যমে করা হয় সুসজ্জিত। রিডের রামু কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র টেকনিক্যাল অফিসার এডভোকেসি এন্ড কমিউনিকেশন মোঃ আজিুলল হক জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পিছিয়ে পড়া শ্রেণির শেষের রোল নম্বরধারী ৩০ জন করে শিশু নিয়ে মোট ৯০ জন শিশুর সমন্বয়ে কমিউনিটি রিডিং ক্যাম্প গঠিত হয়। প্রতিটি কমিউনিটি রিডিং ক্যাম্প এ উক্ত কমিউনিটির ২ জন কমিউনিটি লিটারেছি ভোলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিটি রিডিং ক্যাম্প সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে প্রতিজন ভোলান্টিয়াকে ৩ দিনের বেসিক প্রশিক্ষণও প্রদান করা হয়। প্রতিটি কমিউনিটি রিডিং ক্যাম্পে সপ্তাহে ৬ দিন অর্থাৎ প্রতিদিন ২ ঘন্টা করে সেশন অনুষ্ঠিত হয়। স্কুলের পড়া শেষ করে বিকালে ২.৩০ মিনিটে শিশুরা কমিউনিটি রিডিং ক্যাম্প উপস্থিত হয়। প্রতিটি সেশনে ৮টি ধাপে শিশুদের শেখানো হয় মুক্ত খেলা, গান, গল্পবলা, আলোচ্যসূচি, মূলকাজ, হাতে কলমে কাজ, লেখা অনুশীলন এবং অনানুষ্ঠানিক মূল্যায়ন। এই ৮টি ধাপে শিশুদের ধ্বনি সচেতনতা, বর্নজ্ঞান, শব্দভান্ডার,সাবলিলতা, বোধগম্যতা, ধারা বাহিক ভাবে শেখানো হচ্ছে। কমিউনিটি রিডিং ক্যাম্প এর মূল উদ্দেশ্য হলো স্কুলের বাইরে মুক্ত পরিবেশে খেলার মাধ্যমে ধ্বনিসচেতনতা, বর্নজ্ঞান, শব্দভান্ডার, সাবলিলতা, বোধগম্যতা, রপ্ত করতে শিশুদের সহায়তা করা। রিডিং ক্যাম্প এ বিভিন্ন পোষ্টার ,প্রিন্ট রিচ,বর্ণ চার্ট এর মাধ্যমে আনন্দ ঘন পরিবেশে শিশুদের মেধার বিকাশ সাধনে সহায়তা করা হয়। জমিরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রিডিং ক্যাম্পে অধ্যয়নরত প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী এস. এম. ছামীমুল হাসান ছামীম এবং এস. এম. তাজবীদুল হাসানের নিকট রিড ক্যাম্পের পড়াশুনা তাদের কাছে কেমন লাগে জানতে চাইলে তারা খুব ভালো লাগে বলে জানায়। আরো জানায়, ম্যাডমেরা খুব আদর দিয়ে তাদের পড়া বুঝিয়ে দেয়। প্রতি মাসে একবার করে কমিউনিটি রিডিং ক্যাম্প এর শিশুর মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয় । এছাড়াও রয়েছে মাসিক মা সমাবেশ। মা সমাবেশে পর্যালোচনা করা হয় শিশুর অগ্রগতি নিয়ে। রিডিং ক্যাম্পে অতিথিদের গল্প বলার আসরও বসে প্রতিমাসে একবার করে। অতিথি এসে এক অথবা দুটি মজার গল্প শুনিয়ে দিয়ে শিশুদের আনন্দ দিয়ে থাকেন। সব মিলিয়ে কমিউনিটি রিডিং ক্যাম্প শিশুদের জন্য পড়ার একটি আনন্দদায়ক স্থান। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে এলাকার গরীব ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে পারবে।
শিশুদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখছে কোডেকের রিড প্রকল্প
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।