বলরাম দাশ অনুপম, কক্সবাজার :
কক্সবাজার সমুদ্র সৈকত জল ও বালিয়াড়িতে শেষ মুর্হুত্বে জমে উঠেছে রাখাইনদের বর্ষা উৎসব। এ উৎসবকে ঘিরে সৈকত তটে প্রতি সপ্তাহের শুক্রবার বসছে রাখাইন নর-নারীদের মিলনমেলা। শুধু রাখাইন নয়, সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার প্রত্যয়ে সে উৎসবে রাখাইনদের সাথে যোগ দিচ্ছে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের নর-নারীরাও। ৩০ জুন শুক্রবার সকাল থেকে কখনো প্রচ- রৌদ আবার কখনো বৃষ্টি উপেক্ষা করে জেলা ছাড়াও পাশ্ববর্তী পাবর্ত্য জেলার বিভিন্ন এলাকা থেকে রাখাইন তরুনী-তরুনীরা এ উৎসবে যোগ দিতে দেখা গেছে। জানা গেছে-জেষ্ঠ্য মাস ছাড়াও আষাঢ় মাসেও চলছে রাখাইনদের অন্যরকম এ উৎসব। রাখাইন সম্প্রদায়ের নর-নারীরা আদিকাল থেকে এ উৎসব পালন করে আসছে। শুধু তরুন-তরুনী নয়, আবাল-বৃদ্ধ-বণিতা সব বয়সের লোকজন এ উৎসবে সামিল হয়েছে। কেউ বা এসেছে ছেলে-মেয়ে নিয়ে, কেউ বা স্ত্রী আবার কেউ মা-বাবাকে নিয়ে এসেছে সমুদ্র স্নানে মেতে উঠে এ উৎসব পালন করতে। শুধু সমুদ্রের জলে স্নান করা হয়, সারি সারি ঝাউবাগানের মধ্যে বসে নাচে-গানে মেতে ছিল রাখাইন তরুনী-তরুনীসহ সকল বয়সের নর-নারীরা। উৎসব পালন করতে আসা রাখাইন তরুণ মংবা ওয়ান ও মং বাছেন জানান, এ উৎসবটি হচ্ছে তাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা প্রতিবছর এ উৎসবের মধ্যে দিয়ে নিজেদের ভ্রাতৃত্ববোধ ফিরে পাই। তাই আমরা আবাল-বৃদ্ধ-বণিতা সকল বয়সের নর-নারীরা হিংসা-বিভেদ ভুলে সকলে এককাতারে এ উৎসবে সামিল হয়। আগামী শুক্রবার এই উৎসবের শেষ দিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।