পেকুয়া সংবাদদাতা:
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় গাছ লুটের চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। এ সময় তাদের বাধা দিতে গেলে বাড়ির মালিক আবদুল গফুর (২৭) নামের এক ব্যক্তি আহত হয়েছে। আহত আবদুল গফুর ওই এলাকার মৃত নুরুল হকের পুত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করায়। ঘটনাটি ঘটেছে, ৩০ জুন সকাল সাড়ে ৭টায় ধনিয়াকাটাস্থ আবদুল গফুরের বাড়িতে।
আহত আবদুল গফুর জানান, তিনি বাড়ি সংস্কার করার জন্য চিরাইকৃত বেশ কিছু গাছ বাড়িতে মজুদ করেন। পূর্ব শূত্রুতার জের ধরে এ গাছগুলো লুঠ করে নিয়ে যাওয়ার জন্য একই শহিদুল ইসলাম, নুরুল ইসলাম ও ফরিদুল আলম সংঘবদ্ধ হয়ে সকালে ওই গাছগুলো থেকে কিছু গাছ লুঠ করে নিয়ে যায়। এক পর্যায়ে সীমানায় রোপিত কয়েকটি বড় গাছ কেটে নিয়ে যেতে চাই। এ সময় তিনিসহ পরিবারের মহিলারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হামলায় তিনি আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসা দেন।
এবিষয়ে শহিদুল ইসলাম গংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।