শাহেদ মিজান, সিবিএন:
টেকনাফের নাফ নদীতে নৌকা ভ্রমণে গিয়ে ডুবে নিখোঁজ হওয়া অপর ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়াস্থ নাফ নদীর মোহনা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
উদ্ধার হওয়া ২ জন হলেন- টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক আয়ুব।
এর আগে বুধবার (২৮ জুন) এ ঘটনায় নিখোঁজ টেকনাফ পৌরসভার ইসলাবাদের ছব্বির আহমেদ প্রকাশ মনু মিয়ার ছেলে মো. আমিনের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ঈদের পরের দিন মঙ্গলবার (২৭ জুন) টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া এলাকায় নাফ নদীর নতুন জেটির কাছে বিকালে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিনজন নিখোঁজ হন। এসময় ১৪ জনকে উদ্ধার করা হয়।
অপরদিকে মঙ্গলবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে স্নান করতে নেমে নিখোঁজ হন ঢাকার পিলখানা বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সুদীপ্ত দে। তার সন্ধানে লাইফ গার্ড কর্মীর পাশাপাশি কাজ করছে নৌ বাহিনী জাহাজ ও তাদের ডুবুরি দল। কিন্তু এখনও তার সন্ধান মেলেনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।